জাগার গানে,
তােমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়াছে দিশা।
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলাের ধ্যানে -
ধ্বংস-তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে,
হৃদয়-ধর্ম বাঁধা পড়ি ফাঁদে
স্বার্থ-জালে।
মৃত্যু জ্বালিছে জীবন মশাল
চমকিছে মেঘের খর তরােয়াল
বাজুক তােমার মন্ত্র ভয়াল
বজ্র-তানে।
সারমর্ম : যারা আলাের দিশারী তাদেরই দায়িত্ব মানুষকে জাগিয়ে তােলার। পৃথিবী এখন অন্ধকারে আচ্ছন্ন। ষড়যন্ত্র এবং স্বার্থপরতায় মানুষের জীবন বিপন্ন। ধ্বংসের হাত থেকে মানব জাতিকে বাঁচানাের জন্য আলাের দিশারীদেরকেই জাগরণের মন্ত্র শােনাতে হবে।
Post a Comment