SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস? পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস

পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তাের নিজস্ব সর্বাঙ্গে তাের দিলেন ধাতা আপন হাতে,
মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে? 
আপনারে যে ভেঙেচুরে গড়তে চায় পরের ছাঁচে, 
অলীক, ফাকি, মেকি সেজন, নামটা তার কদিন বাঁচে? 
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যা রে 
খাটি ধন যা' সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।
সারমর্ম: আপন বৈশিষ্ট্য ও গুণাবলিই প্রকৃতপক্ষে মানবজীবনকে ঐশ্বর্যমণ্ডিত করে তােলে। অন্যের চাল-চলন, সভ্যতা ও কৃষ্টির অনুকরণে কোনাে গৌরব নেই। স্বকীয়তা আর বিশিষ্টতার মাঝেই মানবজীবনের সত্যিকারের গৌরব নিহিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment