SkyIsTheLimit
Bookmark

সারাংশ: যে মনে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আদর্শ নাই, সে মনে তেজও নাই

যে মনে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আদর্শ নাই, সে মনে তেজও নাই। যে গাছে রােদ-বৃষ্টি লাগে না, তাহা আরামে থাকতে পারে বটে কিন্তু সে আরামে কেবল দুর্বলতা বাড়িয়া যায়। আমাদের জাতির মনে পার্থিব কোনাে প্রকার উচ্চ আকাঙ্ক্ষা, রাজনীতি, রাষ্ট্রনীতির কোনাে প্রবাহ নাই। এজন্য আমাদের উচ্চশিক্ষিত লােকদিগের মধ্যেও তেমন বিশেষ তেজ, সাহস বা প্রতিভা দেখা যায় না। আমাদিগকে প্রাণপণ চেষ্টায় আমাদের বালক-বালিকাদের মনে স্বজাতির শ্রেষ্ঠত্ব লাভের শক্তিতে বিশ্বাসী এবং অন্যদিকে জাতির উন্নতির চরম ও পরম লক্ষ্যে মাতােয়ারা করিতে হইবে। আমাদের সন্তানদের মনে একবার আত্মবিশ্বাস জাগাইয়া তুলিতে পারিলেই তাহারা তাহাদের গন্তব্য পথ তাহা যতই বিঘ্নবহুল ও বিপদসংকুল হউক না কেন, যতই দুর্গম ও দুরারােহ হউক না কেন- তাহা ধরিয়াই তাহারা প্রতিষ্ঠার স্বর্ণশিখরে উপস্থিত হইবে।
সারাংশ: যে জাতির মধ্যে উচ্চাশা ও উচ্চ আদর্শ নেই, সে জাতি কখনােই উন্নতি করতে পারে না। শিশুদের মধ্যে স্বজাতির শ্রেষ্ঠত্বের বিষয়ে যদি আত্মবিশ্বাস জাগানাে যায়, তাহলে তারা সকল বাধা-বিঘ্ন অতিক্রম করে প্রতিষ্ঠার সর্বোচ্চ পর্যায়ে পৌছাতে পারবে ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment