SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালাে, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলাে

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালাে,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলাে ।
সবাই মােরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে। 
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, 
সাধকজনে বিস্তারিতে তার মতাে কে জানে? 
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, 
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর? 
নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, 
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভূরে ।
সারমর্ম: নিন্দুক সর্বদাই পরচর্চায় ব্যস্ত। সে পরের দোষ-ত্রুটি ধরিয়ে দিয়ে তাকে সংশােধিত হবার সুযােগ দেয়। তাই নিন্দুককে ভয় না পেয়ে আত্মশুদ্ধির মাধ্যমে সুন্দর জীবন গঠন করাই বুদ্ধিমানের কাজ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment