SkyIsTheLimit
Bookmark

ভােগে সুখ নেই কর্ম সম্পাদনেই প্রকৃত সুখ ভাবসম্প্রসারণ

মূলভাব : ভােগে নয় বরং কর্মসম্পাদনের ফলেই মানুষ নির্মল আনন্দ উপভােগ করেন এবং পূর্ণ মনুষ্যত্বের স্বাদ পান।
সম্প্রসারিত-ভাব : ভােগের লােভ মানুষের মাঝে চিরন্তন। ভােগের জন্য আধুনিক উপকরণ সংগ্রহে মানুষের চেষ্টার বিরাম নেই। ধনী আরও ধনী হতে চায়, সম্পদের পাহাড় গড়তে চায়। কিন্তু আপাত দৃষ্টিতে তাকে সুখী মনে হলেও ভােগের স্পৃহা (১৪০ তাকে ক্রমে তৃপ্তির সােনার হরিণ হতে দূরে ঠেলে দেয়। তার মানসিক শান্তি বিঘ্নিত হয়ে সুখ নামক অদৃশ্য জিনিস তার নাগালের বাইরে চলে যায়। ফলে অতৃপ্ত ভােগের আকাঙ্ক্ষায় সে আরাে অস্থির ও পথভ্রষ্ট হয়ে পড়ে। কিন্তু ভােগের মােহ ত্যাগ করে যে ব্যক্তি কর্মের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করে, তার প্রচুর ধন-দৌলত না থাকলেও কর্মগুণে সে অনাবিল আনন্দ উপভােগ করে। কর্ম মন হতে সকল আসক্তি দূর করে তার মনে শুভবুদ্ধি আনয়ন করে এবং বিবেক তাকে সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করে। পরিণামে তার মন অপার আনন্দে উদ্ভাসিত হয়ে উঠে এবং সে সুখী জীবন যাপন করে।
জীবনের সুন্দর বিকাশ করতে হলে স্বার্থ ত্যাগ করা উচিত। ভােগের মধ্যে জীবনের সার্থকতা নেই, নেই ন্যূনতম একটু সুখ। ভােগহীন জীবন অন্যের মধ্যে উৎসর্গ করার মধ্যেই তার জীবনের প্রকৃত সুখ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment