SkyIsTheLimit
Bookmark

সারাংশ: অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে

অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বাকাই মরেছে। আগামীকালের বােঝা, অতীতের বােঝার সঙ্গে মিলে আজকের বােঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যতকেও অতীতের মতাে দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজই তাে ভবিষ্যৎ কাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তাে আজই। ভবিষ্যতের কথা, যে ভাবতে বসে সে ভােগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়ুবিক দুর্বলতায়। অতএব, অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও, আর শুরু করাে দৈনিক জীবন নিয়ে বাঁচতে।
সারাংশ: বর্তমানই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে অত্যধিক চিন্তা-ভাবনা বর্তমানকে শক্তিহীন, হতাশাময় ও দুর্বল করে ফেলে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment