সারাংশ: জীবনকে শােভন, সুন্দর ও আনন্দমুখর করতে হলে জীবনের প্রতিক্ষেত্রে আনন্দকে লালন করতে হবে। যে সমাজে আনন্দকে ধারণ করে এমন লােক বেশি সেখানে কলুষতা ও কদর্যতা থাকে না।
সারাংশ: জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ। যার প্রত্যেক কাজে। আনন্দ, স্ফূ্তি তার
Sraboni
... min to read
Listen
জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ। যার প্রত্যেক কাজে। আনন্দ, স্ফূ্তি তার, চেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরােপুরি আনন্দ ভােগ করতে জানে আমি তাকে বরণ করি। স্থল দৈনন্দিন কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শােভনীয় করেছে এবং পারিপার্শ্বিক দশ জনের জীবনকে উপভােগ্য করে তুলেছে। এ যে এমন একটা জীবনের সন্ধান যার ফলে সংসারকে মরুভূমি বোধ না হয়ে ফুলবাগান বলে মনে হয়। সে সন্ধান সকলের মেলে না। যার মেলে সে পরম ভাগ্যবান। এরূপ লােকের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে কলুষ বর্বরতা আপনা-আপনি দূরে পালায়। সেখানে প্রেম পবিত্রতা সর্বদা বিরাজ করে।
Post a Comment