কত খোঁড়াখুড়ি করে পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কহে বসুমতি
আমার গৌরব তাতে সামান্যই বাড়ে,
তােমার গৌরব তাতে একেবারে ছাড়ে।
সারমর্ম: মানবজীবনে শ্রমের মূল্য অপরিসীম। বিনা শ্রমে মৃত্তিকার বুকে ফসল জন্মালে তাতে পৃথিবীর গৌরব কিছুটা বাড়লেও মানুষের গৌরব ক্ষুন্ন হতাে। কারণ শ্রমের মধ্যেই মানবজীবনের সার্থকতা ও গৌরব নিহিত
Post a Comment