SkyIsTheLimit
Bookmark

সারাংশ: রুপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কটি লােক। শতকরা নিরানব্বইটি মানুষকেই চেষ্টা করতে হয়

রুপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কটি লােক। শতকরা নিরানব্বইটি মানুষকেই চেষ্টা করতে হয়, জয় করে জিততে হয় তার ভাগ্যকে। বাঁচে সেই, যে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে। পলাতকের স্থান জগতে নেই। সমস্ত কিছুর জন্যই চেষ্টা দরকার। চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব। সুখ চেষ্টারই ফল, দেবতার দান নয়। তা জয় করে নিতে হয়। আপনা-আপনি এটা পাওয়া যায় না। সুখের জন্য দু-রকম চেষ্টা দরকার; বাইরের আর ভিতরের। ভিতরের চেষ্টার মধ্যে বৈরাগ্য একটি। বৈরাগ্য ও চেষ্টার ফল, তা অমনি পাওয়া যায় না। কিন্তু বাইরের চেষ্টার মধ্যে বৈরাগ্যের স্থান নাই।
সারাংশ: পৃথিবীতে টিকতে হলে বেশির ভাগ লােককে জীবন ও জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করতে হয়। আধ্যাত্মিক বা জাগতিক যেকোনাে চেষ্টাই জীবনকে সুখী ও সমৃদ্ধ করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment