SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ অতি দীন ও অশক্ত লােকেরাই দৈবের দোহাই দিয়ে থাকে

মূলভাব: মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। কিন্তু যারা ভির, দুর্বল, যাদের আত্মবিশ্বাস কম শুধু তারাই অদৃষ্টের দোহাই দেয় ।
সম্প্রসারিত ভাব: মানবজীবন কোনাে পুষ্পশয্যা নয়। এটা এক যুদ্ধক্ষেত্র। এখানে টিকে থাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয়। কেননা জীবনের পদে পদেই রয়েছে বাধা-বিপত্তি ও সংঘাত। আমাদের জগৎ সংসারে দুঃখ আছে, বিপদ আছে, লাঞ্ছনা ও অপমানও আছে। এসব বাধাবিপত্তি জয় করার মধ্যেই আছে পৌরুষের সার্থকতা, আছে মনুষ্যত্বের বিজয় গৌরব। যােগ্য ও সাহসী লােকেরাই পারে এসব প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে। পক্ষান্তরে অযােগ্য, দুর্বল ও ভীতু লােকেরা সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয়। তারা নিজেদের সীমাবদ্ধতাকে মানতে চায় না। জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে তারা অক্ষম। এজন্য তারা সর্বদা দৈব তথা অদৃষ্টের দোহাই দেয়।
মন্তব্য: জীবনে বাধাবিপত্তি আসবেই। এসব বাধাবিপত্তি সম্মুখে এলে ভীত না হয়ে সাহসিকতার সাথে এগুলাের মােকাবিলা করা উচিত। কিন্তু যারা অক্ষম তারা সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment