সম্প্রসারিত-ভাব : পৃথিবী কর্মক্ষেত্র। এখানে মানুষকে কাজ করতে হবে। দুঃখময় কাজের মাধ্যমেই জীবনে সুখ-শান্তি আসবে। যারা কর্মবিমুখ এবং শ্রম স্বীকারে অপারগ, তারা আকাঙ্ক্ষিত সুখ লাভ করতে ব্যর্থ হয়। সংসারে দুঃখ আছে, জ্বালা। আছে, বেদনা আছে। তাই সবকিছু জয় করার জন্য যারা জীবন-সংগ্রামে ঝাপিয়ে পড়তে পারে, জীবন-সুখ তাদের কাছে ধরা না দিয়ে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাত:স্মরণীয় ব্যক্তিগণের জীবনী পড়লে দেখা যাবে যে, তারা ছেলেবেলা হতে অশেষ দু:খ, যন্ত্রণা ও ব্যর্থতা বরণ করার শক্তি অর্জন করেছিলেন। পরিণামে তাই তারা জীবনে সুখ বহন করে এনেছে। দুঃখ সহ্য করতে না পারলে সুখের আশা বৃথা। পদ্মফুল তুলতে গিয়ে লােকে যেমন কাঁটা দেখে ভীত হয় না তদ্রপ সুখের আশায় দুঃখ বরণে অগ্রসর না হওয়া অনুচিত। নিরলস কর্ম-সাধনার মাধ্যমেই কেবল মহৎ কিছু লাভ করা সম্ভব হয়।
ভাবসম্প্রসারণ “কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?"
Sraboni
... min to read
Listen
মূলভাব : মানব জীবন কণ্টকাকীর্ণ। দুঃখ-বেদনার পাহাড় অতিক্রম করে তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে হয়।
Post a Comment