SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা জনম বিশ্বের তরে পরার্থে কামনা।

মূলভাব : মানুষ তার সামগ্রিক জীবন প্রণালীকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলতে চায়। কিন্তু অনেকেই সার্থকতার প্রকৃত স্বরূপ সম্পর্কে অনভিজ্ঞতার কারণে জীবন সংগ্রামে ব্যর্থ হয়ে পড়ে। প্রকৃত পক্ষে মানুষের জীবনে সার্থকতা আসে অপরের কল্যাণ ও উপকার সাধনের মাধ্যমে।
সম্প্রসারিত-ভাব: এ পৃথিবীতে মানুষ মরণশীল। আত্মস্বার্থপরতা নয় পরার্থপরতা, আত্মসুখানুভূতি নয় পর-দুঃখানুভূতি , পর- কল্যাণ সাধনা প্রভৃতি শুভ কর্ম সম্পাদনের মাধ্যমেই মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারিত। মনুষ্যত্ব অর্জন কোন সহজ ব্যাপার নয়। এ পথ ক্ষুরধার, বন্ধুর, কণ্টকাকীর্ণ। সুতরাং এ জীবনকে সার্থক, সুন্দর করে গড়ে তুলতে হলে সাধনার ক্ষুরধার, বন্ধুর শ্বাপদসঙ্কুল, কণ্টকাকীর্ণ পথে বিচরণ করতে হবে। মনুষ্যজীবন আত্মস্বার্থপরতা ও সংকীর্ণতার মধ্যে সঙ্কুচিত করে রাখলে জীবন সাধনা ব্যর্থতায় পর্যবসিত হয়ে পড়বে। সুখ দু’প্রকারের-আত্মসুখ এবং অপরের কল্যাণের উদ্দেশ্য কাজ করার মাধ্যমে সুখ। পৃথিবীর বেশিরভাগ মানুষই আত্মসুখ পাওয়ার জন্য লালায়িত। আত্মসুখ অর্জনের জন্য তারা সর্বদা ব্যস্ত থাকে। কাজের ফল ভােগ করার মাধ্যমে তারা তৃপ্ত হয়। এ জাতীয় মানুষ কখনাে আত্মসুখ ছাড়া অপরের সুখ-শান্তি, কল্যাণের কথা চিন্তা-ভাবনা করে না। এদের কাছে 'ত্যাগে সুখ নেই, ভােগেই প্রকৃত সুখ-এ কথাটিই প্রাধান্য লাভ করে। অপরদিকে পৃথিবীতে স্বল্পসংখ্যক লােক আছেন যারা আত্মষার্থপরতা বা আত্মকল্যাণে বিশ্বাসী নয়। তাঁরা নিজের সুখের কথা চিন্তা না করে অপরের কল্যাণ বা সুখের জন্য সর্বদা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। এসব লােক আত্মস্বার্থপরতা ও সংকীর্ণতার মধ্যে নিজেকে সঙ্কুচিত না রেখে অন্যের কল্যাণ সাধনায় আত্মনিয়ােগ করে থাকেন। পরার্থপরতা, পর সুখ-দুঃখানুভূতি, পর-কল্যাণ সাধনা প্রভৃতি শুভ কার্যসম্পাদনের মাধ্যমে তারা মনুষ্যসমাজে শ্রেষ্ঠ নিরৃপিত হয়ে থাকেন। অপরের মুখে হাসি ফোটানাের মধ্য দিয়ে তাঁরা সার্থকতা লাভ করেন। অপরের সুখ-শান্তি, কল্যাণের জন্য নিজের সুখ-শান্তিকে বিসর্জন দিতে এঁরা কখনাে কুণ্ঠাবােধ করে না। এরা ভােগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ এ বাণীতে বিশ্বাসী ‌।
মানুষ যদি তার সামান্য সামর্থ্য নিয়ে পরার্থে বা মানবকল্যাণে এগিয়ে আসে তা হলে সমাজ ও জগতের কল্যাণ সম্ভব হয় এবং সফল হতে পারে জীবনের উদ্দেশ্য।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment