সম্প্রসারিত ভাব: পৃথিবীর ভিন্ন ভিন্ন সৃষ্টি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন: তরুলতা জন্মের সঙ্গে সঙ্গেই এ নামে পরিচিতি লাভ করে। পশুপাখির ক্ষেত্রেও একই কথা। কিন্তু মানুষের ক্ষেত্রে ভিন্ন কথা; জন্মের সঙ্গে সঙ্গেই মানুষ মানুষ হয় না। মানুষকে মানুষ হয়ে উঠতে হয়। তাই মানুষকে চেষ্টা-সাধনা আর মানবীয় বৃত্তির চর্চার দ্বারা মনুষ্যজন্মের সার্থকতা প্রতিপন্ন করতে হয় এবং সত্যিকারের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হয়। তাকে পরিশ্রম, জ্ঞানচর্চা, ধৈর্য ও সাহসের সঙ্গে নিজের ও সমাজের কল্যাণসাধনের চেষ্টা করতে হয়; প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অভাবগ্রস্তদের প্রতি সদয় ব্যবহার ও সহানুভূতি প্রকাশসহ আরও বহুবিধ চর্চা করতে হয়। এছাড়া তাকে স্নেহ-প্রীতি, প্রেম-ভালােবাসা, দয়া-মায়া প্রভৃতি মানবীয় বৃত্তির চর্চা করতে হয়; সমাজের অন্য দশজনের সঙ্গে স্নেহ-প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে জীবন অতিবাহিত করতে হয়। যারা সাফল্যের সঙ্গে এসব কাজ করতে পারে তারা সত্যিকারের মানুষরূপে সমাজে আত্মপ্রকাশ করে। অন্যদিকে যাদের মধ্যে এসবের অভাব পরিলক্ষিত হয় তারা মানুষ বলে। গণ্য হতে পারে না; বরং তারা কেবল প্রাণী সমাজের অন্তর্গত এক প্রজাতির প্রাণী মাত্র।
মন্তব্য: তরুলতার কোনাে জীবনসাধনা নেই। তার বৈশিষ্ট্য নিসর্গ- নির্দিষ্ট; কিন্তু মানুষকে সামাজিক জীব হয়ে উঠতে হয়।
Post a Comment