SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: আমার একার সুখ, সুখ নহে ভাই, সকলের সুখ, সখা, সুখ শুধু তাই

আমার একার সুখ, সুখ নহে ভাই, 
সকলের সুখ, সখা, সুখ শুধু তাই। 
আমার একার আলাে সে যে অন্ধকার, 
যদি না সবারে অংশ দিতে আমি পাই। 
সকলের সাথে বন্ধু সকলের সাথে, 
যাইব কাহারে বলে ফেলিয়ে পশ্চাতে? 
ভাইটি আমার সে তাে ভাইটি আমার। 
নিয়ে যদি নাহি পারি হতে অগ্রসর, 
সে আমার দুর্বলতা, শক্তি সে তাে নয়। 
সবই আপন হেথা কে আমার পর? 
হৃদয়ের যােগ সে কি কভু ছিন্ন হয়? 
এক সাথে বাঁচি আর এক সাথে মরি, 
এসাে বন্ধু, এ জীবন মধুময় করি।
সারমর্ম: সাম্যচেতনায় উদ্বুদ্ধ ব্যক্তি আত্মসুখে সুখী হন না, তাকে তিনি সুখই বলেন না। তাঁর অভিধায় প্রকৃত সুখ হচ্ছে সমষ্টিগত, ব্যক্তিগত নয়। তাই সমষ্টিগত সম্মিলিত জীবনের সংগ্রাম- সম্মিলিত জীবনকে সুখময় করে তােলার আহ্বান তাঁর কণ্ঠে ধ্বনিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment