হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তােমার আদেশে। যেন রসনায় মম
সত্য বাক্য বুলি উঠে খর খড়গ সম
তােমার ইঙ্গিতে। যেন রাখি তব মান
তােমার বিচারাসনে লয়ে নিজ স্থান।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।
সারমর্ম : ক্ষমা মহত্ত্বের লক্ষণ। কিন্তু ক্ষমার পথ ধরে যদি অন্যায় মাথাচাড়া দেয়, তবে সেখানে নিষ্ঠুর হতে হয়। ক্ষমা যেখানে দুর্বলতার নামান্তর সেখানে রূঢ়, স্পষ্টভাষীও দৃপ্ত হতে হবে। অন্যায়কারী ও অন্যায়কে প্রশ্রয়দানকারী উভয়েই সমান অপরাধে অপরাধী।
Post a Comment