সম্প্রসারিত ভাব: মানুষের স্বাভাবিক ধারণা হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগােডা - এগুলাে মহাপবিত্র স্থান। শুধু এগুলােতে গিয়ে প্রার্থনা করলে সৃষ্টিকর্তার নাগাল পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে পবিত্র স্থান মানুষের হৃদয়। মানুষের হৃদয়ের মধ্যেই সৃষ্টিকর্তা বিরাজমান । হৃদয়কে কলুষিত রেখে বাহ্যিক উপাসনালয়ে আরাধনা করলেও কোনাে লাভ হবে না। স্রষ্টা মানুষকে সৃষ্টির সেরা জীব'-এর সম্মান দিয়েছেন। বিবেক- বিচার-বুদ্ধি দ্বারা পরিচালিত হওয়ার ক্ষমতা শুধু মানুষকেই দিয়েছেন স্রষ্টা। তাই মানুষ স্রষ্টা-প্রদত্ত বিবেক-বিচার-বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে নিজের হৃদয়কে পবিত্র রেখে, কলুষমুক্ত রেখে অনায়াসেই স্রষ্টার সন্ধান লাভ করতে পারে। বাহ্যিক উপাসনালয়গুলোতে যাওয়ার আগে তাই হৃদয়কে পবিত্র করতে হবে। হৃদয়ের চেয়ে বড় কোনাে মন্দির-কাবা আর নেই একথার তাৎপর্য এ যে, হৃদয়কে উপাসনালয়ের মতাে পবিত্র রাখতে হবে। আর তা সম্ভব হৃদয়ে মানবপ্রেমকে জাগ্রত রেখে।
মন্তব্য: মানুষের হৃদয় উপাসনালয়ের চেয়েও বড়। মানুষের কল্যাণ চেতনায় শুভ্র হৃদয় উপাসনালয়ের মতাে পবিত্র রাখতে হবে।
Post a Comment