SkyIsTheLimit
Bookmark

অনুচ্ছেদ রচনা কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য ১৫৫ কিলােমিটার। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কক্সবাজার জেলায় এ সমুদ্র সৈকত অবস্থিত। শুধু সারা দেশের মানুষ নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে খুব সুন্দর। সাগরের ঢেউগুলাে সমুদ্র সৈকতে এসে আছড়ে পড়ার দৃশ্য খুবই মনােরম লাগে। সমুদ্র সৈকতের আরেক নাম বেলাভূমি। বেলাভূমিতে শুধু বালি আর বালি। হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসে বিভিন্ন দোকানি। ঝিনুক ও পুতির মালাসহ বিভিন্ন ধরনের দ্রব্যাদিও এখানে পাওয়া যায়। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য দেখতে অপরূপ। দর্শনার্থীরা সূর্যাস্ত দেখতে সন্ধ্যায় সাগরের পাড়ে ভিড় জমায়। সমুদ্র সৈকতের পাশেই রয়েছে ঝাউবন। সেখানে দাঁড়িয়ে অনেক দর্শনার্থী ছবি তােলে। সাগরের গর্জন, নীল জল, ঢেউ আর বিস্তৃত আকাশ মানুষকে মুগ্ধ করে। আকাশ আর সাগরের বিশালতার দৃশ্য সৈকতে গেলেই শুধু দেখা যায়। এর এক দিকে জল, পেছনে পাহাড় আর দু পাশে বালি। এরকম বৈচিত্র্যপূর্ণ জায়গা একমাত্র কক্সবাজার এলেই উপভােগ করা যায়। এ কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ সমুদ্র দেখতে আসে। কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠেছে। এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। এর রক্ষণাবেক্ষণে সরকারসহ সকলের এগিয়ে আসা উচিত। এটি  আমাদের ঐতিহ্যের পরিচয় দেয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    17 November, 2021
    Thanks for your help today ☺️😘.
    Reply