বরাবর
প্রধান শিক্ষক
মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়
ঢাকা।
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি বরাবরই যথাসময়ে স্কুলের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশােধ করে আসছি। কিন্তু আমার পিতা আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় আর্থিক সংকটের কারণে আমি গত জুন মাসের বেতন নির্দিষ্ট সময়ে পরিশােধ করতে পারিনি।
অতএব, বেতন পরিশােধে আমার অনিচ্ছাকৃত বিলম্বের জন্য যে জরিমানা হয়েছে তা মওকুফ করে বকেয়া বেতন পরিশােধের অনুমতি প্রদান করে বাধিত করবেন।
বিনীত
ইসরাত জাহান
নবম শ্রেণি, মানবিক বিভাগ
রােল নম্বর ৩
Post a Comment