SkyIsTheLimit
Bookmark

সারাংশ: একটা বরফের পিণ্ড ও ঝরনার মধ্যে তফাৎ কোনখানে? না, বরফের পিণ্ডের মধ্যে নিজস্ব গতি নেই

একটা বরফের পিণ্ড ও ঝরনার মধ্যে তফাৎ কোনখানে? না, বরফের পিণ্ডের মধ্যে নিজস্ব গতি নেই । তাকে বেঁধে টেনে নিয়ে গেলে তবে, সে চলে। কিন্তু ঝরনার যে গতি সে তার নিজের গতি, সেজন্য এই গতিতেই তার ব্যাপ্তি, তার মুক্তি, তার সৌন্দর্য। এই জন্য গতিপথে সে যত আঘাত পায়, ততই তাকে বৈচিত্র্য দান করে। বাধায় তার ক্ষতি নেই, চলায় তার শ্রান্তি নেই। মানুষের মনেও যখন রসের আবির্ভাব না থাকে, তখনই সে জড়পিণ্ড। তখন ক্ষুধা-তৃষ্ণা-ভয়-ভাবনাই তাকে ঠেলে কাজ করায়। তখন প্রতি কাজে পদে পদেই তার ক্লান্তি। সেই নীরস অবস্থাতেই মানুষ অন্তরের নিশ্চলতা থেকে বাহিরেও কেবলই নিশ্চলতা বিস্তার করতে থাকে। তখনই তার যত খুঁটিনাটি, যত আচার-বিচার, যত শাস্ত্র-শাসন। তখন মানুষের মন গতিহীন বলেই বাইরেও আষ্টেপৃষ্ঠে সে বদ্ধ।
সারাংশ: যে জীবনকে ভালােবাসে না, বেঁচে থাকার মধ্যে যার আনন্দ নেই; সে জীবনকে সঠিকভাবে উপভােগ করতে পারে না। ইন্দ্রিয়ের তাড়নাই কেবল তাকে চালিত করে। চিন্তা-চেতনায় সে হয়ে পড়ে সংকীর্ণমনা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment