SkyIsTheLimit
Bookmark

সারাংশ: খুব ছােট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ছােট ছােট কাজের ভেতর দিয়েও কোনাে ব্যক্তির চরিত্রের পরিচয় ফুটে

খুব ছােট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়, তেমনি ছােট ছােট কাজের ভেতর দিয়েও কোনাে ব্যক্তির চরিত্রের পরিচয় ফুটে ওঠে । বস্তুত মর্যাদাপূর্ণভাবে ও সুচারুরূপে সম্পন্ন ছােট কাজেই চরিত্রের পরিচয়। অন্যের প্রতি আমাদের ব্যবহার কীরূপ তা-ই হচ্ছে আমাদের চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরীক্ষা। বড়, ছােট ও সমতুল্যের প্রতি সুশােভন ব্যবহার আনন্দের নিরবচ্ছিন্ন উৎস |
সারাংশ: মানুষের সত্যিকার পরিচয় ফুটে ওঠে তার চরিত্রের মাধ্যমে। ছােট বড় প্রতিটি কাজে মানুষের সাথে শােভন, সুন্দর ব্যবহারের মধ্যেই নিহিত থাকে চরিত্র গুণ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment