বরাবর
জেলা প্রশাসক
কিশােরগঞ্জ
বিষয়: নৈশবিদ্যালয় স্থাপন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অন্তর্গত বুরুদিয়া গ্রামের অধিবাসী। বর্তমান সরকার দেশব্যাপী গণশিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের গ্রামেও গণশিক্ষার বাস্তবায়ন দরকার। অনুন্নত যােগাযােগ ব্যবস্থার কারণে আমাদের গ্রামটি অনেক সুযােগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও এ গ্রামের অধিকাংশ মানুষ শিক্ষালাভ থেকে বঞ্চিত। গ্রামের অধিবাসীদের বেশির ভাগই কর্মব্যস্ত দিনযাপন করে থাকে। এলাকার অধিকাংশ লােকই দারিদ্রযসীমার নিচে বাস করে। তাই শিক্ষার চেয়ে তাদের কাছে জীবিকার গুরুত্ব অনেক বেশি। বয়স্ক এবং কর্মজীবী মানুষের মাঝে শিক্ষার ব্যাপারে আগ্রহ থাকলেও কোনাে সুযােগ-সুবিধা না থাকায় তাদের পক্ষে শিক্ষালাভ সম্ভব হচ্ছে না। তাই আমাদের গ্রামে উল্লিখিত কারণে একটা নৈশবিদ্যালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে। নৈশবিদ্যালয় স্থাপিত হলে এ গ্রামের শিক্ষাবঞ্চিত অধিবাসীরা শিক্ষার আলােয় আলােকিত হয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচিতে সক্রিয় অবদান রাখতে পারবে।
অতএব, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এ গ্রামের জনগণের শিক্ষালাভের জন্য একটি নৈশবিদ্যালয় স্থাপন করলে মহােদয়ের নিকট কৃতজ্ঞ থাকব।
নিবেদক
সাঈদ হােসাইন
বুরুদিয়া গ্রামবাসীর পক্ষে
Post a Comment