SkyIsTheLimit
Bookmark

সড়ক দুর্ঘটনা রােধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযােগী একটি আবেদন পত্র

২৪শে ফ্রেব্রুয়ারি, ২০১৭
বরাবর
সম্পাদক
সিএ ভবন, প্রথম আলাে
১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ 
কাওরান বাজার, ঢাকা। 
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব, 
আপনার বহুল প্রচারিত 'প্রথম আলাে' পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশ করে বাধিত করবেন। 
নিবেদক 
আসিফ 
ব্রাহ্মণবাড়িয়া 
সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই 
সড়ক দুর্ঘটনা আজকাল আমাদের দেশে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মতাে ভয়াবহ খবর। অথচ আমরা একটু সতর্ক হলেই দুর্ঘটনার মতাে। অস্বাভাবিক মৃত্যুকে এড়াতে পারি। সাধারণত আমাদের দেশে দুর্ঘটনাগুলাে নিয়মিত কয়েকটি কারণে হয়ে থাকে। এক শ্রেণির অসৎ মালিক লােভের মােহে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামিয়ে টাকা আয়ের চেষ্টা চালাচ্ছে। অনভিজ্ঞ ড্রাইভারদের হাতে চাবি তুলে দিচ্ছে। ড্রাইভারদের প্রতিযােগিতামূলক মন-মানসিকতা এবং অনেক সময় অতিরিক্ত আয়ের লােভে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া জনসাধারণের রাস্তা পারাপারে অসতর্কতা ও অজ্ঞতাও দুর্ঘটনার আর একটি কারণ। আমরা যদি এ বিষয়গুলাের দিকে একটু নজর দিই তাহলে অনেকাংশে দুর্ঘটনা রােধ করা সম্ভব। দুর্ঘটনা রােধকল্পে কিছু প্রয়ােজনীয় ব্যবস্থা নিলে দুর্ঘটনা আরাে কমে যাবে। যেমন উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রাস্তাঘাট সংস্কার, সেগুলাে প্রশস্তকরণ ও নতুন নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রােধকরণ, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরিবহন আইন অমান্য করলে। আন্দোলনের ভয়ে তটস্থ না হয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনা রােধকল্পে মিডিয়ায় প্রচার অভিযান চালিয়ে আমরা সকলের মধ্যে এ রকম মানসিকতা গড়ে তুলতে পারি যে, দুর্ঘটনা আসলে দৈব কোনাে কিছু নয়। একটু সতর্ক থাকলেই তা রােধ করা সম্ভব। 
মােটকথা, পথচারী থেকে শুরু করে যাত্রী, ড্রাইভার, গাড়ির মালিক সকলেই সচেতন থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রােধ করা সম্ভব হবে। 
নিবেদক 
আসিফ 
চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ 
ব্রাহ্মণবাড়িয়া 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment