মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মােদের বিবেক পায় গাে লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
সারমর্ম: মানুষের হৃদয়েই স্বর্গ ও নরকের অবস্থান। যখন মানুষের হৃদয় থেকে প্রেম-প্রীতি-দয়া-ক্ষমা ইত্যাদি শুভবােধগুলাে লুপ্ত হয় তখনই তা হয়ে ওঠে কুৎসিত-নরক। আর যখন অশুভ বােধগুলাে মুছে গিয়ে মানুষের মনে শুভবোধ জাগ্রত হয়, তখনই পৃথিবী পরিণত হয় যথার্থ স্বর্গভূমিতে।
Post a Comment