SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ পাপীকে নয়, পাপকে ঘৃণা করাে

মূলভাব: যিনি পাপু করেন তিনিই পাপী। তার নিজকর্মের জন্যে পাপী যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী তার সমাজবাস্তবতা। তাই পাপীকে দোষ না দিয়ে পাপটাকে ঘৃণা করাই শ্রেয়।
সম্প্রসারিত ভাব: মানুষের জীবন সংগ্রামমুখর। সংগ্রাম করেই মানুষকে প্রতিযােগিতার মধ্য দিয়ে টিকে থাকতে হয়। জীবনকে গতিশীল রাখার জন্যে মানুষকে অনেক সময় খারাপ কাজের আশ্রয় নিতে হয়। জীবিকার তাগিদেই মানুষকে বেছে নিতে হয় নানা কূটকৌশল, হত্যা, প্রতারণা, শঠতার মতাে বীভৎস কার্যক্রম। মানুষ কখনও স্বেচ্ছায় এসব কাজে জড়ায় না। তার অস্তিত্বের সংকটই তাকে এ পথে ঠেলে দেয়। তাই এসব মানুষকে ঘৃণা করা কোনােভাবেই কাম্য নয়। তাতে পাপী ব্যক্তিটির সুপথে আসার পথ বন্ধ হয়ে যায়। অপরপক্ষে যদি সেই খারাপ কর্মটাকে তথা পাপকে ঘৃণা করা যায় তাহলে মানুষ আর সে পথে ধাবিত হবে না। পাপ আছে বলেই পাপীর সৃষ্টি। তাই প্রথমেই উচিত সমাজকে পাপমুক্ত করা। সমাজে পাপ না থাকলে পাপীর জন্ম হবে না।
মন্তব্য: মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। পাপকে ঘৃণা করেই পাপ নির্মূল সম্ভব। পাপীকে ঘৃণা করলে পাপ আরও বেড়েই চলে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment