SkyIsTheLimit
Bookmark

অনুচ্ছেদ রচনা বর্ষণমুখর দিন

গ্রীষ্মের রিক্ততাকে ঐশ্বর্যের পূর্ণতা দেয় বর্ষা ঋতু। বর্ষণমুখর দিন খেয়ালি হয়ে থাকে কখনাে অতিবর্ষণে, কখনাে অল্পবর্ষণে, কখনাে প্লাবনে। রৌদ্রদগ্ধ তৃষাতুর ধরণিকে বৃষ্টির জলধারা ভরে দেয় সুস্নিগ্ধ শ্যামল-সমারােহে। বর্ষণমুখর দিনে আকাশে কালাে মেঘের খেলায় চারিদিকে আঁধার নামে আর একইসাথে চলে বিদ্যুতের আলাের ঝলকানি। বৃষ্টি নামলে মাতাল হাওয়ার মাতামাতি নিয়ে আসে স্বস্তির আমেজ। আর সবুজ শ্যামল গাছেরা ভিজতে থাকে অপূর্ব সৌন্দর্যকে ধারণ করে। সমস্ত পশু-পাখি আর মানুষও নিরাপদ আশ্রয়ে থেকে বর্ষণমুখর দিনকে উপভােগ করে। দিনের বেলাতেও নিবিড় অন্ধকার সমস্ত পরিবেশকে আবৃত করে রাখে। সারাদিন একটানা বৃষ্টি, ধান ও পাটক্ষেতের উপর দিয়ে দুরন্ত বাতাসের সবুজ ঢেউ, ডােবা-নালা থেকে ব্যাঙের ডাক, দীর্ঘ কর্মহীন জীবন বর্ষণমুখর দিনকে দেয় এক নতুন সৌন্দর্য। এই সৌন্দর্যকে অনুভূতি দিয়ে গ্রহণ করতে হয়। বর্ষণমুখর দিনের সার্বিক পরিবেশ মনকে উদাস করলেও আমাদের চোখে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ লাগিয়ে দেয় যা আমাদের মনকে শান্ত করে তােলে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment