SkyIsTheLimit
Bookmark

দাতব্য চিকিৎসালয় স্থাপনের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের নিকট আবেদন পত্র

১লা ফেব্রুয়ারি, ২০১৭
বরাবর
সম্পাদক
দৈনিক ইত্তেফাক
৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ 
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব, 
আপনার বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র দৈনিক ইত্তেফাক' পত্রিকায় আমার নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব। 
নিবেদক 
মফিজ উদ্দিন আহম্মেদ 
ধুবড়িয়া, টাঙ্গাইল 
দাতব্য চিকিৎসালয় স্থাপনের আবেদন 
টাঙ্গাইল জেলার অন্তর্গত ধুবড়িয়া একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এখানে প্রায় আট হাজার লােকের বাস। এ গ্রামে একটি বাজার, একটি হাইস্কুল ও একটি মাদ্রাসা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এ গ্রামে ভালাে কোনাে ডাক্তার বা চিকিৎসাকেন্দ্র নেই। ভালাে ডাক্তারের আশায় গ্রামের গরিব-দুঃখী জনগণকে দূরবর্তী জেলা শহরে যেতে হয়। অনেক লােকের পক্ষেই যা হয়ে ওঠে না। অগত্যা গরিব জনগণ স্থানীয় হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। তাই এ গ্রামে একটি সরকারি দাতব্য চিকিৎসালয় স্থাপন করা বিশেষ প্রয়ােজন। ইতােপূর্বে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করা হলেও তাতে কোনাে ফল পাওয়া যায়নি। অথচ কর্মঠ জাতি গঠনে জনগণের সুস্থতা জরুরি। 
অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, অবিলম্বে ধুবড়িয়া গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করে স্থানীয় চিকিৎসাবঞ্চিত জনসাধারণের কল্যাণ সাধনে এগিয়ে আসবেন। 
মফিজ উদ্দীন আহম্মেদ 
ধুবড়িয়া, টাঙ্গাইল 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment