SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: বিপদে মােরে রক্ষা করাে, এ নহে মাের প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়

বিপদে মােরে রক্ষা করাে, এ নহে মাের প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মাের না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়।
সারমর্ম: ঈশ্বরের কাছে মানুষের প্রার্থনা হওয়া উচিত বিপদ থেকে রক্ষা পাওয়া নয়; বরং বিপদ থেকে উত্তরণের শক্তিও ধৈর্য। কেননা আত্মশক্তিই মানুষের শ্রেষ্ঠত্বের মূলমন্ত্র।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment