SkyIsTheLimit
Bookmark

সারাংশ: বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়ােগ করেছে

বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়ােগ করেছে। আর এক জায়গায় আর একদল মানুষ স্বতন্ত্রভাবে সেই অন্নে প্রাণ ধারণ করে। চাঁদের যেমন এক পিঠে অন্ধকার অন্য পিঠে আলাে, এ সেই রকম। একদিকে দৈন্য মানুষকে পঙ্গু করে রেখেছে অন্যদিকে ধনের সন্ধান, ধনের অভিমান, ভােগবিলাস সাধনের প্রয়াসে মানুষ উন্মত্ত। অন্নের উৎপাদন হয় পল্লিতে, আর অর্থের সংগ্রহ চলে নগরে। অর্থ উপার্জনের সুযােগ ও উপকরণ যেখানেই কেন্দ্রীভূত, স্বভাবত সেখানেই আরাম, আরােগ্য, আমােদ ও শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে অপেক্ষাকৃত অল্প সংখ্যক লােককে ঐশ্বর্যের আশ্রয় দান করে। পল্লিতে সেই ভােগের সৃষ্টি যা কিছু পৌছায় তা যৎকিঞ্চিত ‌।
সারাংশ: বর্তমান সভ্যতায় গ্রাম এবং শহরের অর্থনৈতিক অবস্থান একেবারে বিপরীতমুখী। অন্নের উৎপাদন হয় গ্রামে, কিন্তু গ্রামকে বঞ্চিত করে ভােগের উপকরণ শহরে কেন্দ্রীভূত হয়। শহরের মুষ্টিমেয় মানুষই দেশের সিংহভাগ ঐশ্বর্য ভােগ করে থাকে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment