সারাংশ: মানবিক গুণসম্পন্ন মানুষই যথার্থ মানুষ। মনের দিক থেকে মহৎ ও উন্নত হলেই মানুষ সমাদর পায়। সম্পদ বা ক্ষমতা মানুষকে প্রকৃত মর্যাদা দিতে পারে না।
সারাংশ: তুমি যদি অতুল ঐশ্বর্যের অধিপতি হও, সিংহাসনে বসিয়া অনেকের ওপর প্রভুত্ব করাে, লােকে তােমাকে মহারাজ চক্রবর্তী বড় মানুষ
Sraboni
... min to read
Listen
তুমি যদি অতুল ঐশ্বর্যের অধিপতি হও, সিংহাসনে বসিয়া অনেকের ওপর প্রভুত্ব করাে, লােকে তােমাকে মহারাজ চক্রবর্তী বড় মানুষ বলিয়া মহাসম্ভমে সম্বােধন করিবে। কিন্তু তুমি যদি আসল মানুষ না হও, তবে মানুষ তােমায় কখনােই মানুষ বলবে না। ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনােই মনের বড় মানুষ নহে, ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ। আমি ধন দেখিয়া তােমাকে সমাদর করিব না, জন দেখিয়া তােমাকে আদর করিব না, সিংহাসন দেখিয়া তােমায় সম্মান করিব না, বাহুল্যের জন্য তােমায় সম্মান করিব না- কেবল মন দেখিয়া তােমায় পূজা করিব।
Post a Comment