টপিক ই-লার্নিং ঃ প্রেক্ষিত বাংলাদেশ
Sraboni
... min to read
Listen
বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতাে বাংলাদেশেও এখন ই-লার্নিং এর ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ব্যাপক সরকারি প্রণােদনাও প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় ই-লার্নিং সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে যে কোন শ্রেণির বাের্ড বইগুলাের ই-বুক তৈরি, ই-স্কুল প্রতিষ্ঠা প্রভৃতি উল্লেখযােগ্য। www.ebook.gov.bd হলাে সরকারি একটি ই-বুক ওয়েবসাইট, যেখান থেকে সকল পাঠ্যবই ও বাের্ড বইয়ের ই-বুক ভার্সন বিনামূল্যে ডাউনলােড করা যায়। যে কোনাে পাঠ্যক্রমের জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট বিনামূল্যে পাবার অপর একটি ই-লার্নিং সাইট হলাে www.teachers.gov.bd । এখান থেকে বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্টসমূহ বিনামূল্যে ডাউনলােড করা যাবে। সরকারিভাবে এ সাইটটি শিক্ষক বাতায়ন নামে পরিচিত। এছাড়াও বেসরকারি উদ্যোগে পরিচালিত বেশ কিছু ই-লার্নিং ওয়েবসাইট যেমন shikkhok.com, ictshikkha.org, 10minuteschool.com প্রভৃতিও বাংলা ই-লার্নিং ওয়েবসাইট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
Post a Comment