SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: শৈশবে সদুপদেশ যাহার না রােচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘােচে

শৈশবে সদুপদেশ যাহার না রােচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘােচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বােনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান পেয়ে থাকে? 
সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, 
ফল কহে, সেও অতি নির্বোধ অধম। 
খেয়াতরী চলে গেলে বসে থাকে তীরে। 
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?
সারমর্ম: জীবনে সফল হওয়ার জন্যে শৈশব থেকেই সদুপদেশ শুনে, সদগুণাবলির চর্চা করতে হয়। সময়ের কাজ যথাসময়ে না করলে পরবর্তী সময়ে সে কাজ করার সুযােগ আর নাও আসতে পারে। তাই সবারই সময়ানুবরতী হওয়া উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment