সারাংশ: মানুষ অভ্যাসের কাছে বশীভূত। অতএব হঠাৎ করেই কারাে পক্ষে অভ্যাস পরিবর্তন করা সম্ভব নয়। তাই বদঅভ্যাস পরিবর্তন করার জন্য ধারাবাহিক অনুশীলন প্রয়ােজন।
সারাংশ: অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন
Sraboni
... min to read
Listen
অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তােমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করাে, সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছ মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করাে । তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করাে, সপ্তাহে তুমি দু দিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তােমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যা। বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনাে ইচ্ছা করাে না, তাহলে সব পণ্ড হবে।
Post a Comment