ব্যবস্থাপক,
সার বিক্রয় কেন্দ্র,
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন,
সীতাকুণ্ড, চট্টগ্রাম।
বিষয়: ন্যায্য মূল্যে সার সরবরাহের অনুরােধ ।
জনাব,
সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকার কৃষকেরা সরকার ঘােষিত অধিক খাদ্য ফলাও আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে নিবিড় ধান চাষের পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ্য যে, এলাকাটি তে উওম ধান জন্মায়। কিন্তু দীর্ঘদিন একই ফসল উৎপাদনের প্রেক্ষিতে এবং উপযুক্ত সার ব্যবহার না করায় জমির উর্বরা শক্তি হ্রাস পেয়েছে। এতে কম ফসল উৎপাদনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রয়ােজন মত সার ব্যবহার করতে পারলে অধিক খাদ্য ফলাও আন্দোলন এ এলাকায় সফল হয়ে উঠবে। বর্তমানে বাজারে সারের দাম ঊর্ধ্বমুখী। অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় জাতীয় স্বার্থের কথা বিবেচনা না করে দরিদ্র কৃষককে অত্যধিক দাম দিতে বাধ্য করছে।
এ অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যে সার সরবরাহ করে দেশের 'অধিক খাদ্য ফলাও আন্দোলনকে তােলার অনুরােধ জানাচ্ছি।
নিবেদক
হারুন রশিদ
Post a Comment