সারাংশ: পৃথিবীর সকল শ্রেণি-পেশার মানুষই ভালােবাসার প্রত্যাশী। একমাত্র ভালােবাসার দ্বারাই অন্যের হৃদয় জয় করা সম্ভব। তাই পরােপকারী হতে হলে সহদয়ের অধিকারী হতে হবে।
সারাংশ: পাপীকে সাধু করা বড় সহজ কথা নয়। ইহাতে অনেক যত্ন, অনেক সতর্কতা ও মানব প্রকৃতির অনেক জ্ঞান থাকা চাই।
Sraboni
... min to read
Listen
পাপীকে সাধু করা বড় সহজ কথা নয়। ইহাতে অনেক যত্ন, অনেক সতর্কতা ও মানব প্রকৃতির অনেক জ্ঞান থাকা চাই। এমনকি, কিছু কালের নিমিত্ত আপনার স্বার্থ পর্যন্ত বিস্মৃত হইতে হয়। এ সংসারে প্রেমই হৃদয় রাজ্যের অদ্বিতীয় ঈশ্বর। কী শিশ। কী প্রবীণ, কী বৃদ্ধ, কী ধনী, কী নির্ধন, কী পাপী, কী সাধু সকলেই এক বাক্যে ভালােবাসার দাস। অন্যের অন্তঃকরণে প্রভুত্ব করিতে হইলে প্রথমত ভালােবাসার দ্বারাই তাহার পথ প্রস্তুত করিতে হয়। এইরূপ পরােক্ষ শিক্ষাদানেরও উদ্দেশ্য ভালােবাসার দ্বারা কার্যকরী হয়। বস্তুত সহৃদয়তা ছাড়া যে পরের উপকার করা যায় না এবং সর্বময় স্নেহের অভাবে যে সর্বপ্রকার সদৃগুণও থাকা না থাকা সমান তাহাতে আর সন্দেহ কী।
Post a Comment