দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
কোনাে ব্যথা নাহি পায় তারে দণ্ডদান
প্রবলের অত্যাচার। যে দণ্ডবেদনা
পুত্রেরে পারাে না দিতে সে কারেও দিয়াে না
যে তােমার পুত্র নহে তারাে পিতা আছে,
মহা অপরাধী হবে তুমি তার কাছে।
সারমর্ম: শ্রেষ্ঠ বিচারক তিনি যিনি অপরাধীর অপরাধ হৃদয় দিয়ে, মনুষ্যত্ব দিয়ে ও মানবিকতা দিয়ে উপলব্ধি করেন। বিচারককে অপরাধীকে শাস্তি দিতে গিয়ে তাকে আপন ভেবে, আন্তরিকতার সাথে প্রকৃত বিচার করতে হবে।
Post a Comment