সারাংশ: স্বভাবের সৌন্দর্যকে সবাই ভালােবাসে। তাই মানুষের সুন্দর মুখ দেখে সে কেমন তা বিচার না করে তাকে বিচার করতে হয় সুন্দর স্বভাব দেখে। আর এই স্বভাব গঠনে যে সাধনা তা উপাসনারই নামান্তর।
সারাংশ: মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে
Sraboni
... min to read
Listen
মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মানুষের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয়। তার সুন্দর মুখে মানুষ তৃপ্তি পায় না। অবােধ লােকেরা মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভাগ করে। যার স্বভাব মন্দ, সে নিজেও দুষ্ক্রিয়াশীল, মিথ্যাবাদী দুর্মতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালােবাসে। স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই, নইলে শয়তানকে পরাজিত করা সম্ভব নয়।
Post a Comment