SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই।

মূলভাব : ন্যায় ও সত্যের জন্য যারা হাসিমুখে জীবন উৎসর্গ করেন তারাই প্রকৃত পক্ষে অমরত্ব লাভের অধিকারী।
ভাব-সম্প্রসারণ : মানুষ এ পৃথিবীতে যদি যথাযােগ্য মর্যাদা সহযােগে বেঁচে থাকতে পারে তবেই জীবনের সার্থকতা ফুটে উঠতে পারে। মর্যাদা সহকারে বাঁচার অর্থ ব্যক্তিপূর্ণ জীবনের যথাযথ রূপায়ন। সর্বপ্রকার বিপদ-আপদ ও সংকট সাহসের সাথে মােকাবেলা করার মধ্যেই নির্ভর করে জীবনে সাফল্য। বিপদে মানুষ যদি ভীত হয়ে পড়ে তবে তাতে জীবনের গৌরব প্রকাশ পায় না। বাঁচতে হবে সাহসের সাথে। এর জন্য জীবনে বিপদূকে তুচ্ছ ভাবতে হবে। যদি জীবন পণ করারও প্রয়ােজন পড়ে তবে তাও করার সাহস থাকতে হবে। আত্মত্যাগের সাহস থাকলে জীবনের মূল্য বােঝা যায়। আর কোনাে কিছুর ভয়ে যদি জড়ােসড়াে ও নির্জীব হতে হয়, তবে মানুষের বাঁচার কোনাে সার্থকতা নেই। সাহাসের সাথে সকল বিপদ মােকবিলা করলেই জীবনের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষকে তাই যথার্থ সাহসী হয়ে জীবনের গৌরব প্রমাণ করতে হবে। আত্মত্যাগী সাহসী মানুষেরই বাঁচার অধিকার আছে। ভীরু কাপুরুষ ও দুর্বল চিত্তের সে অধিকার নেই। সাহসের সাথে সকল বিপদ মােকাবেলা করলেই জীবনের অধিকার প্রমাণিত হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment