বরাবর
সম্পাদক
প্রথম আলাে
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ
কাওরান বাজার, ঢাকা-১২১৫
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন।
জনাব,
আপনার বহুল প্রচারিত প্রথম আলাে পত্রিকার 'চিঠিপত্র বিভাগে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব।
বিনীত
অহনা
শান্তিবাগ, ঢাকা
যানজট একটি ভয়াবহ সমস্যা
রাজধানী শহর ঢাকাকে দেশের প্রাণকেন্দ্র বলা যায়। কিন্তু বর্তমানে ঢাকাতে যানজট প্রকট আকার ধারণ করেছে। এখন শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলােতেও যানজট সমস্যার তীব্রতা বেড়েই চলছে। বিশেষ করে ঢাকার গুলিস্তান, ফার্মগেট, মালিবাগ, মতিঝিল এসব এলাকায় যানজট একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও দোকানপাট নির্মাণের ফলে রাস্তার জায়গা কমে আসছে এবং এটাই যানজটের, প্রধান কারণ বলা যায়। এ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রকের অবহেলা, ট্রাফিক আইন অমান্য করা, ওভারব্রিজ ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন কারণেও যানজট সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ যানজটের কারণে সাধারণ মানুষকে পােহাতে হচ্ছে অসহনীয় ভােগান্তি। দেখা যায় যে, ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে একজন ব্যক্তি তার অধিক গুরুত্বপূর্ণ কাজটিও সঠিক সময়ে সঠিকভাবে করতে ব্যর্থ হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলাে, যানজটের শিকার হয়ে ফায়ার ব্রিগেডের গাড়িগুলাে ও অ্যাম্বুলেন্স নির্দিষ্ট সময়ে যথাস্থানে পৌছাতে পারছে না। এতে দেশের প্রচুর ক্ষতি হচ্ছে। অনেক প্রাণই অকালে ঝরে যাচ্ছে। এরকম ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পেতে হলে অতি দ্রুতই সরকারকে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ অবস্থায় সর্বস্তরের জনগণের স্বার্থে খুব শিগগিরই যানজট সমস্যা দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষের সুনজর প্রত্যাশা করছি।
অহনা
শান্তিবাগ, ঢাকা
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
Post a Comment