SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ত এক পৃথিবীর স্তন্যে লালিত; একই রবি শশি মােদের সাথী।

মূলভাব : দেশ, কাল, জাতি, ধর্ম ও দলমতের ঊর্ধ্বে এ পৃথিবীতে একটাই জাতি আছে, সে জাতি হলাে মানুষ জাতি। এক মায়ের একাধিক সন্তানের মতাে এ পৃথিবী-মায়ের স্তন্যে লালিত এ জাতির একটাই পরিচয়, তারা মানুষ। এরা .একই আকাশের নিচে বাস করে, চন্দ্র, সূর্য এদের নিত্য সাথী। এরা পৃথিবীর মানুষ।
ভাব-সম্প্রসারণ : পৃথিবীতে, মানুষ আজ নানা জাতি সত্তায় বিভক্ত। ধর্মের নামে, জাতির নামে, দেশের নামে, শিক্ষার নামে-এক কথায় অজস্রভাবে তারা বিভক্ত। ফলে, তারা আজ একে অন্যের প্রতিদ্বন্দ্বীরূপে অবতীর্ণ হয়ে নিজ নিজ শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করতে চেয়ে জগতে যুদ্ধবিগ্রহ ও অশান্তি সৃষ্টি করছে। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। কেননা, মানুষ সেই একই আদি পিতা থেকে এ পৃথিবীতে এসে মানুষ পরিচয়ে পরিচিত হয়ে একই ধরণী মায়ের অঞ্চলপ্রান্তে একই মায়ের সন্তানের মতাে বসবাস করছে। মানুষের মধ্যে আছে সাদা-কালাে, ছােট-বড়, ধনী-নির্ধন ইত্যাদি। বিভিন্ন ধর্মের আকৃতির ও অবস্থার মানুষ রয়েছে। কিন্তু মানবিক অভিব্যক্তি, অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা একই রকম। সুতরাং মানুষের আকৃতি - প্রকৃতির পার্থক্য থাকলেও মানুষ এক জায়গায় এক এবং তা হলাে তারা মানুষ। ভেদাভেদের সকল পরিচয়ের উর্ধ্বে মানবজাতির অধিষ্ঠান। পৃথিবীর মানুষের মধ্যে ভ্রাতৃত্ববােধ জাগ্রত হলে পারস্পরিক ঘৃণা বিদ্বেষ থাকবে না। মানুষের মধ্যে বৈষম্য ও বিবাদ অনাকাঙ্ক্ষিত। পৃথিবীর মানুষকে এক হতে হবে। অসাম্য ও বিভেদের পথ পরিহার করে বিশ্বে মহামানবের মিলন মেলা গড়তে হযে। তা হলেই মানুষের সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment