SkyIsTheLimit
Bookmark

সারাংশ: বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র। তদপেক্ষাও মূল্যবান

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র। তদপেক্ষাও মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনাে লােক সমাদর লাভের যােগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়া থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনাে কোনাে বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান, দুর্জনের নিকট গমন বিধেয় নহে। কেননা দুর্জনের সাহচর্যে আপনার নিষ্কলুষ চরিত্রও কলুষিত হইতে পারে এবং মানবজীবনের অমূল্য সম্পদ নষ্ট হতে পারে। তাই এ বিষয়ে সতর্কতা জরুরি।
সারাংশ: বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ হলেও চরিত্র তার চেয়ে অধিক মূল্যবান। চরিত্রহীন ব্যক্তি যতই বিদ্বান হােক না কেন, তার সাহচর্যে চরিত্রবানের চরিত্রও খারাপ হতে পারে।


লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment