SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লহ যত লৌহ, লৌষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লহ যত লৌহ, লৌষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর
হে নব সভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সে তপােবন পুণ্যচ্ছায়া রাশি, 
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান, 
সেই গােচারণ, সেই শান্ত সামগান, 
নীবার ধান্যের মুষ্টি; বন্কল বসন, 
মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলােচন 
মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে তব 
নাহি চাহি নিরাপদে রাজভােগ নব। 
চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, 
বক্ষে ফিরে পেতে চাই শান্তি আপনার; 
পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, 
অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন।
সারমর্ম : এ যুগের কৃত্রিম সভ্যতা ইট, কাঠ ও লােহার বেড়াজালে মনুষ্যত্বকে পীড়িত ও পরাধীন করে। অতীতে আরণ্য সভ্যতার শান্তি, পবিত্রতা ও স্বাধীনতা কবির কাম্য। সভ্যতার বিলাস বিভ্রম ত্যাগ করে কবি মুক্ত জীবনকে বরণ করতে চান।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment