গড়ে তােলে মহাদেশ, সাগর অতল।
মুহূর্ত নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ.
গড়ে যুগ-যুগান্তর অনন্ত মহান।
প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ।
প্রতি করুণার দান, স্নেহপূর্ণ বাণী,
এ ধরায় স্বর্গ শােভা নিত্য দেয় আনি।
সারমর্ম : ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে বৃহত্তের সৃষ্টি । সামান্য ত্রুটি ও ক্ষুদ্র অপরাধ ক্রমান্বয়ে মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আবার করুণার দয়া ও স্নেহপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র কথায় এ পৃথিবী স্বর্গীয় আনন্দে ভরে উঠে। তাই ক্ষুদ্র জিনিস কখনও তুচ্ছের নয়।
Post a Comment