বরাবর,
নির্বাহী প্রকৌশলী
পল্লী বিদ্যুতায়ন সমিতি,
চান্দিনা, কুমিল্লা।
বিষয় : বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন।
জনাব,
আমরা কুমিল্লা জেলার চান্দিনা থানাস্থ ৫নং শুভপুর ইউনিয়নের একটি সমৃদ্ধ ও বর্ধিষ্ণু শুভপুর গ্রামের বাসিন্দা। গ্রামটি গােটা ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। গ্রামে অবস্থিত বিরাট বাজারটি আশেপাশের প্রায় সব গ্রামের মানুষের নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্রের যােগান দিয়ে থাকে। বেচাকেনার জন্য প্রতিদিন হাজার হাজার লােকের আগমন ঘটে এই বাজারে। গ্রামবাসিগণ মূলত কৃষি নির্ভর। কৃষি উন্নয়নকল্পে গামে যে ৪টি গভীর ও ৬টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সংযােগের অভাবে এখন সেগুলাে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাছাড়া গ্রামে বয়স্কদের শিক্ষার জন্য যে নৈশ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে তাও বন্ধ হওয়ার পথে। অথচ মাত্র ১ কিঃ মিঃ দূরে অবস্থিত আমতলা গ্রামেও বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এমতাবস্থায় গ্রামবাসীদের আকুল আবেদন অনতিবিলম্বে উক্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হােক। এতে গ্ামটির ষনির্ভরের পথ সম্প্রসারিত হবে।
অতএব মহােদয়, সর্বদিক বিবেচনা করে শুভপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে গ্রামবাসীদের চির কৃতার্থ করবেন।
নিবেদক
মােহাম্মদ ইব্রাহিম পাটওয়ারী
(শুভপুর গ্রামবাসীদের পক্ষে)
Post a Comment