SkyIsTheLimit
Bookmark

সারাংশ: ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ। পিঁপড়া মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য

ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ। পিঁপড়া মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য। ফকির সন্ন্যাসী যে ঘর-বাড়ি ছেড়ে, আহার-নিদ্রা ভুলে, পাহাড়- জঙ্গলে চোখ বুজে বসে থাকে, সেটা যদি নিতান্ত গঞ্জিকার কৃপায় না। হয়, তবে বলতে হবে ভবিষ্যতের ভাবনা ভেবে কোনাে লাভ নেই। পণ্ডিতেরা তাে বলে গেছেন, 'গতস্য শােচনা নাস্তি। আর বর্তমান সে ততা নেই বললেও হয়। এই যেটা বর্তমান সেই এই কথা বলতে বলতে অতীত হয়ে গেল। কাজেই নদীর রঙ্গ গণনা আর বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক। ভবিষ্যতের মানব কেমন হবে সেটা একবার ভেবে দেখা উচিত।
সারাংশ: অতীত ও বর্তমান নিয়ে ব্যস্ততা মানুষের খুব কমই কাজে আসে। তাই অতীত এবং বর্তমানকে বেশি গুরুত্ব না দিয়ে বরং ভবিষ্যতকে অর্থবহ করে তােলার কাজে মনােনিবেশ করাই বুদ্ধিমানের কাজ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment