সম্প্রসারিত-ভাব : মানুষ আশা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, জীবনধারণ করে এবং সম্মুখপানে এগিয়ে যায়। কিন্তু মানুষের সব আশা বা সব চাওয়া সবসময় পূর্ণতা পায় না। অনেক সময় বারবার চেষ্টা করেও মানুষ কাঙ্ক্ষিত ফলাফল লাভে ব্যর্থ হয়। তখন সে চরম হতাশায় ভােগে। অনেক সময় বিপদগ্রস্ত ব্যক্তি বিপদমুক্ত হওয়ার জন্য যে যা করতে বলে সে তাই। করে। কারণ সে আশা করে, হয়ত এ কাজটি করলে তার বিপদ কেটে যাবে। কিন্তু তাতেও যখন ব্যর্থতা দেখা দেয়, তখন স্পষ্টতই প্রতীয়মান হয় যে, তৃষ্ণার্থ ব্যক্তির কাছে যেমন জল আশাতীত হলে মরীচিকা তাকে সহজে ভােলায় বা ছলনায় ফেলে তাকেও তেমনটি করা হচ্ছে। জনমানবহীন মরুতে তৃষ্ণার্ত ব্যক্তির বাঁচার একমাত্র অবলম্বন পানি, তখন তা পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠে। পানি আহরণ করার জন্য সে চতুর্দিকে ছুটে। বালিকে তখন সে দেখে পানির সাগর রূপে। এভাবে সে মরীচিকার কবলে পড়ে বারবার। ব্যক্তি জীবনেও এর পরিচয় মেলে। একজন লােক যখন কোনকিছু পেতে তার জীবনের সর্বষ খােয়ায় এবং অবশেষে তা থেকে যখন সে বঞ্চিত হয়, তখন সে নিথর ও নিস্তব্ধ হয়ে যায়। সত্য ও সুন্দর বাণী তার কাছ থেকে অনেক দূরে অবস্থান করে। প্রাপ্তি ও প্রত্যাশার যাতাকলে সে ক্রমশ ভ্রান্তপথে অগ্রসর হতে থাকে। মরীচিকা তাকে সহজে ভােলায় বা ছলনায় ফেলে। আশাহত মানুষ স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় অতিসহজেই প্রতারিত হয়।
ভাবসম্প্রসারণ তৃষ্ণার জল যখন আশার অতীত হয় মরীচিকা তখন সহজে ভােলায়।
Sraboni
... min to read
Listen
মূলভাব : কাঙ্ক্ষিত বস্তু যখন পাওয়া দুষ্কর হয়, তখন মানুষ বারবার ভ্রান্তির ছলনায় সহজেই প্রতারিত ও আশাহত হয়।
Post a Comment