সম্প্রসারিত-ভাব : এ.পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা সকলে কঠোর পরিশ্রম করে বড় হয়েছেন। এজন্য ছােটবেলা থেকেই কর্মের পথে, সত্যের পথে এগিয়ে যেতে হবে। চেষ্টা করতে হবে হৃদয়ের সুকুমার বৃত্তিগুলাের বিকাশের জন্য, মানবকল্যাডণ হতে হবে প্রয়াসী। তাহলেই সমাজের আর পাঁচজন মানুষের কাছ থেকে তার স্বীকৃতি মিলবে। সে হয়ে দাঁড়াবে দেশ ও দশের কাছে দৃষ্টান্তস্বরূপ। নিজেকে নিজে বড় বলে যারা জয়ঢাক পেটায় তারা তাে লােকের কাছে বড় হন- ই না, বরং নিজেকে হেয় করে তােলেন। আর তার জন্য চড়া দাম শােধ করতে হয় তাদের। তারা নিশ্চিত বিনাশের লক্ষ্যে এগিয়ে যায়। শেষ পর্যন্ত মিল্টনের বর্ণিত দোর্দণ্ড প্রতাপশালী স্যামসনের মত তাদের স্বগতােক্তি করতে হয়, 0 dark, dark, dark, amid the blaze of noon.
Irrecoverably dark.......
পৃথিবীতে যারা প্রকৃত গুণের অধিকারী, যারা সর্বার্থেই প্রকৃত বড়, তারা বিনয়ী হন এবং স্তুতি, চাটুকারিতা অপছন্দ করেন। পৃথিবীতে স্থায়ী সুখের জন্য নীরবে আত্মত্যাগ করলেই মানুষের জীবন সার্থক হয়। আত্মপ্রচারে বিমুখ দেশ ও জাতির কল্যাণে নিয়ােজিত মানুষকেই মানুষ শ্রদ্ধা করে, গৌরবের আসনে বসায়।
Post a Comment