মানুষ হইতে দাও তােমার সন্তানে
হে স্নেহার্ত বঙ্গভূমি- তব গৃহত্রোড়ে
চিরশিশু করে আর রাখিয়াে না ধরে।
দেশ-দেশান্তর মাঝে যার যেথা স্থান
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
পদে পদে ছােটো ছােটো নিষেধের ডােরে
বেঁধে বেঁধে রাখিয়াে না ভালাে ছেলে করে।
প্রাণ দিয়ে, দুঃখ সয়ে, আপনার হাতে
সংগ্রাম করিতে দাও ভালাে-মন্দ-সাথে ।
সারমর্ম: বাঙালিকে মনুষ্যত্বের দীক্ষায় উজ্জীবিত হতে হবে। সত্য পথে এগিয়ে যেতে যত বাধা-বিঘ্ন আসুক না কেন, তার বিরুদ্ধে সংগ্রাম করেই মনুষ্যত্বের অধিকার অর্জন করতে হবে।
Post a Comment