SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম, যিনি চলেন তফাতে

মূলভাব : জীবনে পূর্ণ প্রতি অর্জনের জন্য সর্বস্তরের মানুষের সাথে মেলামেশা করা প্রয়ােজন। একমাত্র উত্তম ব্যক্তিরাই নিশ্চিন্তে ভাল এবং খারাপ উভয় প্রকার মানুষের সঙ্গে মিশতে পারেন।
সম্প্রসারিত-ভাব : আমাদের এ পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ দেখা যায়। এরা হচ্ছে উত্তম, মধ্যম এবং অধম। এ তিন শ্রেণীর লােকের মধ্যে একমাত্র উত্তম ব্যক্তিরাই সব গুণে ভূষিত। কারণ, তাদের দৃষ্টিভঙ্গী উদার এবং বিচার শক্তি সঙ্কীর্ণতা মুক্ত। তাই তারা সমাজের উঁচু শ্রেণীর লােক থেকে আরম্ভ করে নীচু শ্রেণীর লােক এমনকি সমাজের ঘৃণ্যতম ব্যক্তির সাথেও অবাধে মেলামেশা করেন। অপরদিকে মধ্যম ব্যক্তিরা সমাজের সর্বস্তরের লােকের সাথে অবাধে মেলামেশা করতে পারে না। কারণ, তাদের চরিত্র দোষে-গুণে মিশ্রিত। তাই তাকে দেখে-শুনে চলতে হয়। অধম ব্যক্তিরা যথেষ্ট আত্মবিশ্বাসী নয় বলেই তারা জীবনে সহজে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। উত্তম আর অধমের জীবন পথে তেমন সংকট নেই। কিন্তু যে মধ্যম তার সমস্যার জটিলতার অন্ত নেই, তার সংকটও বেশি। নিজের মর্যাদা রক্ষা করে তাকে সচেতনভাবে পথ চলতে হয়। তাই সে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারে না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment