একটি কুসুম কলি নয়ন কিরণে।
একটি জীবন ব্যথা যদি না জুড়ালে
বুক ভরা প্রেম ঢেলে বিফল জীবনে
আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা;
জনম বিশ্বের তরে পরার্থে কামনা।
সারমর্ম: পৃথিবীতে মানবের আগমন পরার্থে কল্যাণ ও মঙ্গল সাধনের জন্য। তা না হলে মানবজন্ম ব্যর্থ। কারণ মানুষের জন্ম ব্যক্তিস্বার্থের জন্যে নয়, বিশ্বের মানবের তরে নিজেকে বিলিয়ে দেওয়াই তার সার্থকতা।
Post a Comment