SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: হায় হায়, জনমিয়া যদি না ফুটালে একটি কুসুম কলি নয়ন কিরণে

হায় হায়, জনমিয়া যদি না ফুটালে 
একটি কুসুম কলি নয়ন কিরণে। 
একটি জীবন ব্যথা যদি না জুড়ালে 
বুক ভরা প্রেম ঢেলে বিফল জীবনে 
আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা; 
জনম বিশ্বের তরে পরার্থে কামনা।
সারমর্ম: পৃথিবীতে মানবের আগমন পরার্থে কল্যাণ ও মঙ্গল সাধনের জন্য। তা না হলে মানবজন্ম ব্যর্থ। কারণ মানুষের জন্ম ব্যক্তিস্বার্থের জন্যে নয়, বিশ্বের মানবের তরে নিজেকে বিলিয়ে দেওয়াই তার সার্থকতা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment